Question and Answer

১/ যারা স্টুডেন্ট, উচ্চশিক্ষার জন্য বিদেশ যাবেন।
২/ যারা ওয়ার্কিং ভিসায় দেশের বাইরে যাবেন।
৩/ দেশের মধ্যে রেস্টুরেন্ট ব্যবসা করবেন।
৪/ ঘরে বসে ক্যাটারিং বিজনেস করবেন।
৫/ ইউটিউবিং করবেন।

– বাংলাদেশের প্রথম একাডেমি হিসেবে আমরাই প্রথম স্টুডেন্ট প্র্যাক্টিস সেশন দেয়া শুরু করেছি।
– বাংলাদেশের একমাত্র একাডেমি হিসেবে আমরাই সরকারি সার্টিফিকেটের পাশাপাশি দিচ্ছি ২০০ বছরেরও পুরনো অর্গানাইজেশন SGS থেকে হ্যাসাপ ও হাইজিনের সার্টিফিকেট।
– আমরা দিয়ে দিচ্ছি রেসিপি শিট, সাথে দিচ্ছি থিওরি শিটও। যার কারনে আপনার আলাদা করে বই কিনতে হবে না।
– আমাদের ৩ মাসের একটা কোর্সেই কুকিং বেসিক টু এডভান্সড, বেকিং বেসিক, বারিস্তা বেসিক, বেভারেজ, কার্ভিং শেখানো হবে, যা বাংলাদেশে আর কেউ দিচ্ছে না।
– ভর্তি হবার পর ওরিয়েন্টেশন ক্লাসেই আমরা দিয়ে দিচ্ছি ফুল ইউনিফর্ম, শেফ নাইফ, চপিং বোর্ড, ডাস্টার মিলিয়ে প্রায় ৫০০০ টাকা গিফটস।
– এছাড়াও কোর্স শেষে যেন আপনার চাকুরি খুজতে কষ্ট না হয়, তাই আমরা নিজস্ব জব সিকিং গ্রুপে সকল শেফ জব রিক্রুইটমেন্ট রিলেটেড পোস্টগুলো করে থাকি

আমাদের বেসিক টু এডভ্যান্স শেফ কোর্সেই লেভেল ১ আর লেভেল ২ এর সিলেবাস সম্পন্ন করে দেয়া হয়।
কোর্স শেষে আপনি লেভেল ১ এর পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
.
লেভেল ১ পাশ করার পর আপনার লেভেল ২ এর জন্য আলাদা এক মাস ক্লাস করতে হবে বিনামূল্যে। এরপর আপনি শুধুমাত্র সরকারি পরীক্ষা এবং রেজিস্ট্রেশন ফী ১০,০০০ টাকা প্রদান করবেন।
.
লেভেল ২ পাশ হয়ে গেলে আমাদের প্রতিষ্ঠান থেকে ৬ মাসের সার্টিফিকেট পাবেন। আমাদের এখানে ৬ মাসের কোর্স ৪ মাসে শেষ করা হয়। যেটা অন্যান্য একাডেমিতে ৬ মাস এর ডিপ্লোমা হিসেবে বলা হয় এবং খরচ হয় দ্বিগুণ।

ঢাকাঃ
আমাদের আবাসিক ব্যবস্থা নেই, তবে আমাদের একাডেমির আশেপাশে অনেক হোস্টেল আছে, সেখানে নিজ খরচে থেকে আপনি কোর্স সম্পন্ন করতে পারবেন। যারা ঢাকার বাইরে থেকে আসছেন, তারা এভাবেই কোর্স করছেন। থাকা ও খাওয়া সহ খরচ পড়তে পারে ৭,০০০ থেকে ৮,০০০ টাকা প্রতি মাসে।

নরসিংদিঃ
আমাদের আবাসিক ব্যবস্থা নেই, তবে আমাদের একাডেমির আশেপাশে অনেক হোস্টেল আছে, সেখানে নিজ খরচে থেকে আপনি কোর্স সম্পন্ন করতে পারবেন। যারা নরসিংদীর বাইরে থেকে আসছেন, তারা এভাবেই কোর্স করছেন। থাকা ও খাওয়া সহ খরচ পড়তে পারে ৫,০০০ থেকে ৮,০০০ টাকা প্রতি মাসে।

চট্টগ্রামঃ
আমাদের আবাসিক ব্যবস্থা নেই, তবে আমাদের একাডেমির আশেপাশে অনেক হোস্টেল আছে, সেখানে নিজ খরচে থেকে আপনি কোর্স সম্পন্ন করতে পারবেন। যারা চট্টগ্রামের বাইরে থেকে আসছেন, তারা এভাবেই কোর্স করছেন। থাকা ও খাওয়া সহ খরচ পড়তে পারে ৭,০০০ থেকে ৮,০০০ টাকা প্রতি মাসে।

জবের সার্কুলার থাকলে আমরা আপনাকে জানাতে পারবো। আমাদের নিজস্ব ক্যারিয়ার গ্রুপ আছে, সেখানে বাংলাদেশের যত আনাচে কানাচে শেফ জব সার্কুলার আছে, তা পোস্ট করা হয়, এবং আপনি সেগুলোয় এপ্লাই করতে পারবেন।
সেক্ষেত্রে আপনি যোগাযোগ করে ইন্টারভিউতে নিজের যোগ্যতা প্রমাণ করে জব নিশ্চিত করতে পারেন।
এছাড়াও বিডিজবস এ অসংখ্য জব আছে এই সেক্টরের জন্য।
যেহেতু জব পাওয়াটা সম্পূর্ণ নিজের যোগ্যতায়, তাই আমরা ১০০% নিশ্চয়তা দেইনা।
ধন্যবাদ।

You will be provided 2 international standard certificates.
1. BTEB Level 1 in Cooking (Govt. certificate from Bangladesh Technical Education Board)
2. SGS Certificate on HACCP & Hygiene (Société General De Surveillance, Switzerland)

আমাদের ডিপ্লোমার কর্সের গভর্নিং বডি হচ্ছে City & Guilds.
৬ মাসের ডিপ্লোমা শেষে পাবেন লেভেল ২ ডিপ্লোমা সার্টিফিকেট। (Level 2 Diploma in Food Preparation and Culinary Arts)
১ বছরের ডিপ্লোমা শেষে পাবেন লেভেল ২ এবং লেভেল ৩ ডিপ্লোমা সার্টিফিকেট। (Level 2 Diploma in Food Preparation and Culinary Arts + Level 3 Advanced Diploma in Culinary Arts and Supervision)

আমাদের ফ্যাসিলিটি এবং কোয়ালিটি বোঝার জন্য আপনি একটি ফ্রি ক্লাস করে দেখতে পারবেন।
সপ্তাহের যেকোনদিন সকাল ১১টা কিংবা দুপুর ৩টায় আসলে আমাদের রেগুলার ব্যাচের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ফ্রি ক্লাস করতে পারবেন।
ফ্রি ক্লাস করে দেখার ব্যাপারে আমরা সবাইকেই উৎসাহ দেই।
তাই সংকোচ বোধ করবেন না,
আমরা আপনার অপেক্ষায় থাকবো।
ভাল থাকবেন।

Professional Cooking Academy Dhaka
Send via WhatsApp
Scroll to Top